বরগুনার তালতলীতে স্বামীর কাছ থেকে নগদ দুই লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়েছেন এক গৃহবধূ।
সোমবার বিকালে উপজেলার লাউপাড়া গ্রামের বাবারবাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বের হন লামিয়া (২০) নামের ওই গৃহবধূ। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় রাতেই তার স্বামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, দুই বছর আগে আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাসেম ফকিরের ছেলে মন্টু মিয়ার সঙ্গে উপজেলার লাউপাড়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে লামিয়ার বিয়ে হয়।
বিয়ের পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ থাকলেও এক বছর যেতে না যেতেই তাদের একটি ছেলেসন্তান জন্ম নেয়।
মিন্টু তালতলীর জয়ালভাঙ্গার তাপ বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতেন। সেই সুবাদে লামিয়া এক মাস আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। সম্প্রতি মিন্টু স্ত্রীর সঙ্গে দেখা করতে কর্মস্থল থেকে শ্বশুরবাড়িতে যান।
স্বামীর বাড়ি যাওয়ার কথা বলে সোমবার মিন্টুর কাছ থেকে দুই লাখ টাকা ও স্বর্ণের দোকানে নিজেদের থাকা তিন ভরি স্বর্ণ নিয়ে আলফা অটোগাড়িতে রওনা দেন লামিয়া।
পথেই শিশুসন্তান নিয়ে উধাও হন লামিয়া। তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গৃহবধূ উধাওয়ের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।