বরগুনার বামনা থানা পুলিশ জাল টাকা ও মেশিনসহ মা ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পাথরঘাটা উপজেলার নিভৃত পল্লী চরলাঠিমারা তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০০ টাকার তিনটি জাল টাকার নোট এবং জাল টাকা তৈরির একটি মেশিন জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের সৈয়দ সুমন হোসেনের স্ত্রী মোসা. মিনারা বেগম (৩৮) ও তার ছেলে মামুন (২৩)।
জানা যায়, পাথরঘাটা উপজেলার লাঠিমারা গ্রামের মামুন শুক্রবার বিকালে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ গুদিঘাটা গ্রামের চান মিয়ার মুদি ও মনোহারি দোকানে মালামাল কিনে ১০০০ টাকার একটি জাল নোট দেয়। দোকানদারের সন্দেহ হলে তিনি বামনা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মামুনকে তল্লাশি করে ১০০০ টাকার আরও দুটি জাল টাকার নোট উদ্ধার করে।
মামুনের দেওয়া তথ্য মতে তার বাড়িতে টাকা তৈরির একটি প্রিন্টার রয়েছে জানতে পেরে বামনা থানার পুলিশ পাথরঘাটা পুলিশের সহায়তায় পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামে মামুনের বাড়িতে অভিযান চালিয়ে মামুনের ঘরের পাশে তার চাচা আ. খালেকের ঘর থেকে একটি অত্যাধুনিক প্রিন্টার উদ্ধার করা হয়।
এ ঘটনায় সৈয়দ মামুনের চাচা আ. খালেক জানায়, ঘটনার খবর পেয়ে তার মা মিনারা বেগম ওই প্রিন্টারটি তার ঘরে রেখে যায়। এটা কি মেশিন জানতে চাইলে মিনারা তাকে জানায় একজনের কাছে টাকা পাওনা ছিল সে টাকা দিতে না পারায় এই মেশিনটি তার কাছে দেয়।
এদিকে গ্রেফতার মিনারা বেগম বলেন, আমার পূর্বের স্বামী আমার কাছে এই মেশিনটি তার এক বন্ধুকে নিয়ে রেখে গেছেন। এটা দিয়ে কি করে তাও আমি জানি না।
এ বিষয়ে বামনা থানার ওসি বশির উল আলম বলেন, চান মিয়ার তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে মামুনকে জাল টাকাসহ আটক করি। মামুনকে নিয়ে তার মায়ের বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করি।