ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩
জামিন না দেয়ায় প্রকাশ্য আদালতে বিচারকের সামনেই এজলাস ভাঙচুর করেছে এক মাদকাসক্ত আসামি। গতকাল সোমবার দুপুর দুইটায় বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (বামনা) রাসেল মজুমদারের আদালতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুখ্য বিচারিক হাকিম আদালতের নাজির ইব্রাহিম খলিল।
তিনি বলেন, বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করলে মারুফ হোসেন বাবু নামে আসামি তাঁর মাথা দিয়ে করোনাকালীন সময়ে সুরক্ষার জন্য তৈরি করা কাচের বেশ্টনি ভাঙচুর করে।
আদালত সূত্রে জানা যায়, আসামি মারুফ হোসেন বাবু মাদকের টাকা না পেয়ে মাকে মারধর করায় চলতি বছরের ৬ জানুয়ারী বরগুনার খাজুরতলার রফিকুল ইসলামের স্ত্রী হামিদা বেগম তাঁর ছেলে মারুফ হোসেন বাবুর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করে।
মামলার একদিন পরে পুলিশ আসামিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরপর কয়েকটি তারিখ অতিবাহিত হলেও বাদি মায়ের বারবার আপত্তির কারনে আসামির জামিন না মঞ্জুর করেন আদালত।
বরগুনা জেলা জজ আদালতের কোট ইনেসপেক্টর মারুফ হোসেন জানান, আসামি মাদকাসক্ত। আদালতে ভাঙচুর করার সাথে সাথে দায়িত্বরত পুলিশ তাকে হেফাজতে নেয়। বিষয়টি পুলিশ সুপার ও ডিআইজি অফিসে লিখিতভাবে জানানো হবে।
ভাঙচুরের পরে আদালতের বিরতির সময় ঘটনাস্থলে উপস্থিত হন আদালতের বিচারকগণ। এ সময় সংশ্লিষ্ট আদালতের বিচারক রাসেল মজুমদার বলেন, আসামিকে তার মায়ের জিম্মায় জামিন দিতে চেয়েছিলাম, কিন্ত তার মা মামলার বাদী তার জামিনে আপত্তি প্রদান করেন।
এই ঘটনায় আলাদা মামলা হবে কিনা জানতে চাইলে বিচারক জানান, আমরা এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেব।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক