ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নগ্ন হামলার প্রতিবাদে বরগুনা সদর উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
রোববার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে ছাত্রদল এক বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দিয়ে পণ্ড করে দেয়। পরে সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করেন।
সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন— জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু জানান, সদর উপজেলা ছাত্রদলের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়ে পণ্ড করে দেয়। পরে সেখানে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক