বরগুনা

বরগুনা

বরগুনায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

By admin

December 19, 2022

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালি ইউনিয়ন থেকে নাজমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

সোমবার ( ১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার গুলিশাখালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি গ্রামে ঘরের আড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই গৃহবধূ কালিবাড়ী গ্রামের ইসমাইল হাওলাদারের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

 

 

ওই গৃহবধূর দ্বিতীয় ছেলে রেজাউল বলেন, সকালে ভাত খেয়ে গরুর জন্য নাড়া কাটতে যাই। ফেরে এসে ঘরে ঢুকে দেখি মা আড়ার সঙ্গে ঝুলছে।

 

 

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এফআর) এ কে এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।