বরগুনার পাথরঘাটায় এক গোয়াল ঘর থেকে সাত ফুট লম্বা এক মেছোবাঘ উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার (৭ জুন) বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামের চান মিয়া হাওলাদারের বাড়ির গোয়াল ঘর থেকে বাঘটিকে উদ্ধার করা হয়।
বুধবার (৮ জুন) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম।
চানমিয়া হাওলাদার জানান, সোমবার রাতে গরুর ডাকা-ডাকিতে তিনি গোয়াল ঘরে গিয়ে দেখতে পান এক মেছোবাঘ গরুর ওপর আক্রমণ করেছে। এ সময় তিনি এলাকাবাসীর সহায়তায় একটি মশারি দিয়ে মেছোবাঘটি ধরে শিকল দিয়ে বন্দি করে রাখেন। এ সময় গ্রামবাসীর মধ্যে চারজন বাঘের আক্রমণে আহত হন। মঙ্গলবার সকালে বন বিভাগকে খবর দিলে তারা এসে বাঘটি নিয়ে যান।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, বাঘটি উদ্ধারের পর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে চিকিৎসা দেওয়া হয়েছে। খাবারের অভাবে কিছুটা দুর্বল হয়ে পরেছে। খাবার ও চিকিৎসা নিশ্চিত করেছেন তারা। সম্পূর্ণ সুস্থ হলে পাথরঘাটা হরিণঘাটা বনে অবমুক্ত করা হবে।