বরগুনা

বরগুনায় গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

By admin

January 01, 2021

 

বরগুনা : বরগুনার সদর উপজেলার ক্রক প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করছে ডিবি পুলিশ।

 

আজ (শুক্রবার) দুপুর তিনটার দিকে ডিবি ওসি খন্দকার জাকির হোসেন হোসেন এর নেতৃত্বে জালাল হাং ও বোন নাজনীন এর ঘর থেকে এক কেজি গাঁজাসহ জালাল হাং (৩৫) ও স্ত্রী রেখা বেগম (৩০) নামক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

আটককৃত দুইজন হলেন- বরগুনা ক্রক এলাকার প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার মৃত্যু পনু হাং এর ছেলে জালাল হাং (৩৫) ও জালালের স্ত্রী রেখা বেগম (৩০) এবং তার বোন নাজনীন টের পেয়ে পালিয়ে যায়।

 

এ বিষয়ে ওসি (ডিবি) খন্দকার জাকির হোসেন বলেন, জালাল হাং ও তার বোনের বসতবাড়িতে মাটির নিচে তিনটি কৌটা থেকে ১কেজি গাজাঁ উদ্ধার করা হয়। এর ভিতরে ঘটনাস্থল থেকে জালাল ও তার স্ত্রী রেখা বেগম দৌড়ে পালালে আমরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। মামলা প্রকৃয়াধীন আছে।