বরগুনা

বরগুনায় গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

By admin

June 01, 2025

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি:: মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে বেল্লাল খান (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামে আজ রবিবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। বেল্লালের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

জানা গেছে, উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আতাহার খানের ছেলে বেল্লাল খান। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাঠে বাঁধা গরু আনতে যান তিনি। গরু নিয়ে বাড়ি ফেরার পথে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে বেল্লাল দগ্ধ হন। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাঁকে মৃত ঘোষণা করেন। ওই কৃষকের চাচা সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই বেল্লালের মৃত্যু হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারাই ব্যবস্থা নেবে।

 

 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, আবেদন করলে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।