বরগুনা

বরগুনা

বরগুনায় কলেজছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, যুবক গ্রেপ্তার

By admin

January 30, 2021

 

বরগুনা : ইজিবাইকে বরগুনা সরকারি কলেজের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ অভিযোগে ওই ইজিবাইকের চালক আল আমিন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে বরগুনার বামনা উপজেলার দক্ষিণ রামনা গ্রামের ফুলঝুড়ি খেয়াঘাটের কাছে এ ঘটনাটি ঘটে।

 

পুলিশ জানায়, গতকাল শুক্রকার দুপুরে ফুলঝুড়ি খেয়াঘাট থেকে ফিরে আসার সময় বামনা থানা পুলিশের কয়েকজন সদস্য মেয়েটির চিৎকার শুনতে পেয়ে ওই ইজিবাইকের চালককে হাতেনাতে আটক করে। পরে গতকাল রাত নয়টায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাদী হয়ে আল আমিন হোসেনকে (২৫) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত ওই ইজিবাইক চালক সদর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের রিকশাচালক পনু মিয়ার ছেলে।

 

ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, তার বাড়ি পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলায়। তিনি বরগুনা সদর উপজেলায় তার মামা বাড়িতে থেকে বরগুনা সরকারি কলেজে পড়ালেখা করেন। ঘটনার দিন তিনি কাঠালিয়া থেকে ওই ইজিবাইকে করে বামনা হয়ে তার মামা বাড়িতে ফিরছিলেন।

 

এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাটি ন্যাক্কারজনক। আমরা মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে রাতে একটি মামলা নিয়ে মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেই। মামলাটিতে আগেই আটক করা আল আমিন হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।