বরগুনা

বরগুনায় ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামি গ্রেফতার

By admin

November 07, 2020

 

বরগুনা : বরগুনার তালতলীতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পাঁচজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

উপজেলা তেতুলবাড়িয়া ও গেন্ডামারা এলাকা থেকে শুক্রবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকাল ১০টার দিকে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কোর্ট মামলায় তেতুলবাড়িয়া এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন, হাসিনা বেগম (৩০), হনুফা বেগম (৩২) ও মিরাজ (২৫)। সি আর (নালিশি মামলা) মামলায় গ্রেফতারকৃতরা হলেন, গেন্ডামারা এলাকা থেকে আনোয়ার হোসেন(৪৫) ও নাসির উদ্দিন (২৯)।

 

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক পাঁচ আসামিকে গ্রেফতার করেছে। তাদের ইতোমধ্যে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।