বরগুনা

বরগুনায় ৩৮০ পিস ইয়াবাসহ আনসার সদস্য আটক

By admin

January 15, 2021

 

বরগুনা : বরগুনার তালতলীতে ৩৮০ পিস ইয়াবাসহ শাকিল (৩০) নামের এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার দুপুর ১টার দিকে তালতলী লোকাল বাস স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। শাকিল উপজেলা চরপাড়া এলাকার নজরুল হাওলাদারের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, তালতলী উপজেলার লোকাল বাস স্ট্যান্ডে ইয়াবা বিক্রি হচ্ছে এমন একটি খবর পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে শাকিল নামের এক আনসার সদস্যকে ৩৮০ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় শাকিলের কাছে আনসার বাহিনীর একটি আইডি কার্ড পাওয়া যায়।

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুজ্জামান মিয়া বলেন, ৩৮০ পিস ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।