ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২১
বরগুনা: জাটকা সংরক্ষণ অভিযানে বরগুনার বিষখালী নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসন।
শনিবার (১০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে এসব জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় শামিম মিয়া নামের এক জেলেকে তিন হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও পুলিশ সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় বিষখালী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান ও পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর মল্লিকের উপস্থিতিতে জালগুলো বরগুনার খাকদোন নদের তীরের জলাভূমিতে পুড়িয়ে দেওয়া হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক