বরগুনা

বরগুনায় ১০০ বস্তা ভিজিএফ চাল জব্দ

By admin

April 03, 2023

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: বরগুনায় জেলেদের বিতরণের ১০০ বস্তা ভিজিএফ চাল জব্দ করেছে মৎস্য বিভাগ। রোববার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার বরগুনার বেতাগী উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।

 

 

এ বিষয়ে বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাটকা শিকার নিষিদ্ধকালীন বেতাগীর মোকামিয়া ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল একটি ঘরে মজুদ রাখা অবস্থায় জব্দ করেছি। জব্দ করা চাল বেতাগী থানায় জমা রাখা হয়েছে।

 

 

এ বিষয়ে মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, ‘জব্দ করা ওই চাল ইউনিয়ন পরিষদে রাখতে গেলে অতিরিক্ত পরিবহন খরচ লাগত। এ খরচ বাঁচানোর পাশাপাশি সবার সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে আমি চেয়ারম্যান হিসেবে এই চাল এখানে রাখতে বলেছি।’

 

 

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সরকারি চাল উদ্ধারে মৎস্য কর্মকর্তাকে পাঠানো হয়েছে। চাল বর্তমানে থানায় জমা রাখা হয়েছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।