বরগুনা

বরগুনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

By admin

February 15, 2022

 

বরগুনা সদর উপজেলায় সোনাখালি এলাকায় অলিউল্লাহ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

অলিউল্লাহ ৫ নম্বর আয়লা পতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজারের কান্দার বাড়ি গ্রামের আব্বাস হোসেনের ছেলে।

 

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে অলিউল্লাহ বরগুনা সদর বাসস্ট্যান্ড থেকে বাবার মোবাইল ফোন পেয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। তিনি ব্র্যাক অফিসের সামনে এলে পার্শ্ববর্তী রাস্তা থেকে মূল সড়কে হঠাৎ একটি বাইসাইকেল রাস্তায় উঠে আসে। তখন মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে অলিউল্লাহ খাদে পড়ে যান।

 

স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা সদর জেনারেল হাসপাতালে নিলে অলিউল্লাহকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

 

বরগুনা সদর হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মো. মামুন নবকন্ঠকে বলেন, দুর্ঘটনার পরে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি আসার আগেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ নবকন্ঠকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি এবং কোনো আটক করা হয়নি। ঘটনাটি স্থানীয়রা সদর থানায় জানানো হয়েছে।