বরগুনা

বরগুনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কিশোরের

By admin

January 08, 2023

 

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বরগুনা পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রাব্বি নামে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা স্টেডিয়াম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রাব্বি বরগুনা পৌর শহরের গগন স্কুল এলাকার বাসিন্দা রিকশা চালক মো. ইলিয়াসের ছেলে।

 

 

কলেজ পড়ুয়া রাব্বি পরিবারকে সাহায্য করতে লেখাপড়ার পাশাপাশি ইলেকট্রিক টেকনিশিয়ানের কাজ করতো। স্থানীয় পৌর কাউন্সিলর আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউন্সিলর বলেন, শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন রাব্বি। কিন্তু বাসার কাছাকাছি স্টেডিয়াম সংলগ্ন সড়কে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাব্বি।

 

 

তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাব্বি মারা যান।

 

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।