বরগুনায় বিএনপির গণ-অনশনে পুলিশের লাঠিপেটা, আটক ৮

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে বরগুনায় কেন্দ্র ঘোষিত গণ-অনশনে লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় জেলা যুবদল ও ছাত্রদলের সভাপতিসহ আটজনকে আটক করা হয়।

 

পুলিশের লাঠিপেটায় বিএনপির অন্তত ১২ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার শান্তিপূর্ণভাবে গণ-অনশন কর্মসূচি পালন করছিল জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় হঠাৎ গণ-অনশনে লাঠিপেটা শুরু করে পুলিশ। এতে বিএনপির অন্তত ১২ নেতাকর্মী আহত হয়।

 

এছাড়াও অনশন কর্মসূচি থেকে আটক করা হয় জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াসিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব, পাথরঘাটা পৌর যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান সোহাগসহ আটজনকে।

 

এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে কোনো প্রকার বক্তব্য প্রদান ছাড়াই কর্মসূচি পালন করছিলাম। অনতিবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান তিনি।

 

বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, অনুমতি না নিয়ে বিএনপি কার্যালয়ের সামনের রাস্তা বন্ধ করে গণঅনশন কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে বললে পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের ছয় সদস্য আহত হয়েছে। পরে পরিস্থিতি শান্ত করতে পুলিশ লাঠিপেটা করে এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ