বরগুনা

বরগুনায় চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ!

By admin

March 21, 2022

 

বরগুনাঃ বরগুনা বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুকুর মীর এর বিরুদ্ধে কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

 

৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান মুরাদ বলেন আমার ওয়ার্ডে পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রের সামনে ৯০ফিট রাস্তা এলজিএসপি প্রকল্পের ২ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ হয়। ওই রাস্তায় কাজ না করে বর্তমান চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুকুর মীর ৫ থেকে ৬ হাজার টাকা ওই কাজে ব্যয় করেন বাকি টাকা আত্মসাত করে। স্থানীয়রা বলেন চেয়ারম্যানের এরকম ঘটনা অনেক রয়েছে তিনি এসব কিছু মনে করেন না।

 

পরিষদের সচিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে চেয়ারম্যান সাহেব কাজ দেখার জন্য পাঠিয়েছিল আমি বলছি কাজের গুণগত মান ভালো হয় নাই সে আমাকে হুমকি-ধামকি দিয়ে বদলির ভয় দেখায় আমি এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না।

 

সৈয়দ গোলাম রব সুক্কুরমীর বলেন, আমার একটি এন্টি গ্রুপ রয়েছে যে যা বলুক তাতে আমার কিছু আসে যায় না। ওই কাজটি ঠিকাদার প্রতিষ্ঠান করছে আমি ঠিকাদারের নাম জানিনা। তথ্য জানতে চাইলে তিনি কোন বিষয়ে তথ্য দিতে রাজি না।

 

এলজিএসপি জেলা কর্মকর্তা ডিএফ বলেন কাজ না করলে আমরা বিষয়টি দেখব । আমাকে তো কোন সাংবাদিক কাজের বিষয় নিয়ে কোনদিন ফোন দেয় নাই পরে আপনাকে বক্তব্য দিব।