বরগুনা

বরগুনায় কলাগাছ লাগাতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

By admin

May 27, 2022

 

বরগুনায় জমিতে কলাগাছ রোপণের সময় বজ্রপাতে আব্দুল মালেক (৪৫) নামে এক শ্রমিক মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম। আব্দুল মালেক বুকাবুনিয়া গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে।

 

পুলিশ জানায়, বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বাড়ির পেছনের বাগানে কলাগাছ রোপণ করতে যান মালেক। এ সময় বাইরে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ আকাশে বজ্রপাতের আওয়াজ পাওয়া যায়। এর কিছুক্ষণ পর কলাবাগানে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

বারেক নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

 

বামনা থানার ওসি মো. বশির আলম বিষয়টি নিশ্চিত করেছেন।