বরগুনা : বরগুনার পাথরঘাটায় বন্য শুকরের দল ধান ক্ষেতে তান্ডব চালিয়ে চারজন কৃষককে আহত করেছেন বলে জানা গেছে। শুকরের দলের মধ্য থেকে গ্রামবাসিরা একটি শুকরকে পিটিয়ে মেরেছে।
সোমবার সকাল ৭ টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা ও রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, আবদুর ছাত্তার (৫৫), আঃ কুদ্দুস (৫০), বেল্লাল (৩৫), কাওসার (৩২)।
আহত ছত্তার হাওলাদারের ছেলে রাজু মিয়া জানান, পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা ও রুহিতা গ্রামের সৃজিত সরকারি বন থেকে শত শত শুকর দল বেঁেধ এসে লোকালয় ধান ক্ষেতে হামলা চালায়। এতে করে কৃষকের ধানের ব্যাপক ক্ষতি হয়। আজ যখন শুকরের দল ধান ক্ষেতে তান্ডব চালিয়েছে এ সময় গ্রাম বাসিরা একসাথে শুকরের দলকে তারা করতে গেলে শুকরের দল লোকজনের ওপর আক্রমন করে। এতে ৪ কৃষক আহত হয়েছে। কৃষকদের ওপর আক্রমনকালে তাদের উদ্ধারের সময় গ্রামবাসিদের লাঠিপেটায় একটি শুকর মারা গেছে।
পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, এধরনের ঘটনা প্রায়ই ঘটে। বিভিন্ন সময় শুকরের আক্রমনে আহত অনেক রোগিই চিকিৎসা আমি করিয়েছি। বনবিভাগ যদি একটু সতর্ক থাকে তা হলেই মানুষ বন্য প্রানীর আক্রমন থেকে রক্ষা পাবে।