পটুয়াখালী

বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু

By admin

November 09, 2020

 

পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটা বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার থেকে পরে জাহিদুল (৪৫) নামের এক জেলের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যু ব্যাক্তি জাহিদুল লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের জয়নাল খান এর পুত্র।

 

জানা যায়, মৃত জাহিদুল সাগরে এফ বি সরোয়ার নামক ট্রলারে বসে রাত ৯টার সময় রাতের খাবার খাচ্ছিলো। এ সময় পিছন থেকে আশা একটি ফিশিং বোটের ঢেউয়ের প্রকপে জাহিদুল ইসলাম সাগরে পড়ে যায়। রাত ৯ টা থেকে জেলেরা অনেক খোঁজ করার পর সকাল ১১ টার দিকে ভাসমান অবস্থায় জাহিদুল এর মৃত্যু দেহ উদ্ধার করা হয়।

 

কলাপাড়া থানা (ওসি) তদন্ত আসাদুর রহমান জানান, এ বিষয়ে ইউডি মামলা করা হবে।