পটুয়াখালী

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৬ জেলে উদ্ধার

By admin

September 20, 2022

 

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:: বঙ্গোপসাগরে তলা ফেটে একটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

 

 

মঙ্গলবার সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তুফানিয়া চর সংলগ্ন সাগরে এ দূর্ঘটনা ঘটে। এ সময় পাশের অন্য একটি ট্রলার এসে ডুবে যাওয়া ট্রলারের মাঝি সহ ৬ জেলেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেদের সাগর থেকে ট্রলারে করে কিনারে নিয়ে আসা হচ্ছে।

 

 

দূর্ঘটনার শিকার ট্রলার মালিকের নাম জাফর মাঝী। তার বাড়ি রাঙ্গাবালী উপজেলার কোড়ালীয়া গ্রামে।

 

 

জাফর মাঝি জানান, তুফানিয়া চরের কাছাকাছি সাগরে আমরা মাছ শিকার করতেছিলাম। কাল থেকে আবহাওয়া অনেকটা ভালো ছিল। কিন্তু আজ সকালে হঠাৎ বড় বড় ঢেউ হচ্ছিল। ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেটে ভিতরে পানি ঢুকে ডুবে যায়।

 

 

এরপর আশপাশের জেলেরা এসে উদ্ধার করে। কারো তেমন কোন ক্ষতি হয়নি। এদিকে ডুবে যাওয়া ট্রলারটিকে অন্য ট্রলার দিয়ে উদ্ধার করার চেষ্টা চলছে।

 

 

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন. ট্রলারডুবির ঘটনায় শুনছি খোঁজ খবর নিয়ে দেখতেছি ।