খেলাধুলা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ : বরিশালে তামিম, খুলনায় সাকিব

By admin

November 12, 2020

 

চলতি মাসেই শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। পাঁচ দলের এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আজ (১২ নভেম্বর)। সেখানে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে জেমকন খুলনা।

 

বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ প্লেয়ার্স ড্রাফট শুরু হয়। প্রথম রাউন্ডে এ গ্রেডে থাকা ক্রিকেটারের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে লটারিতে শুরুতেই খেলোয়াড় ডাকার সুযোগ পায় বেক্সিমকো ঢাকা। প্রথম সুযোগে মুশফিকুর রহিমকে দলে নিয়েছে তারা।

 

এরপরই সুযোগ পায় খুলনা। দেশের সেরা তারকা সাকিব আল হাসানকে দলে নিতে ভুল করেনি তারা। এছাড়া মিনিস্টার গ্রুপ রাজশাহীতে খেলবেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

 

দেশসেরা ওপেনার তামিম ইকবালকে দলে টেনেছে ফরচুন বরিশাল। করোনায় আক্রান্ত মাহমুদউল্লাহ রিয়াদকে দলে টেনেছে খুলনা।