ফের ৪ দিনের রিমান্ডে বিএনপি নেত্রী নিপুণ

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

ফের ৪ দিনের রিমান্ডে বিএনপি নেত্রী নিপুণ
নিউজটি শেয়ার করুন

 

নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীকে আবারও ৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (১৩ এপ্রিল) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এই আদেশ দেন।

 

এর আগে নিপুণ রায়কে আদালতে হাজির করে যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আসামিপক্ষ ও সরকারপক্ষের শুনানি শেষে তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট থানার জিআরও শাহ আলম।

 

প্রসঙ্গত, গত ২৮ মার্চ দুপুর ২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর রায়ের বাজারের বাসা থেকে নিপুণ চৌধুরীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ৩০ মার্চ প্রথম দফায় নিপুণ রায় চৌধুরীর তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ