ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১
এক মাসের ব্যবধানে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপি গ্যাসের দাম। মে মাসের তুলনায় জুনে দাম কিছুটা কমলেও জুলাইয়ে কেজি প্রতি চার টাকা ৭ পয়সা বাড়তি দামে কিনতে হবে এই গ্যাস।
বুধবার (৩০ জুলাই) দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তবে এই ঘোষণা আসার সাথে সাথেই কয়েক ঘণ্টার ব্যবধানে বাজার তৈরি হয়েছে কৃত্রিম সংকট, বেড়েছে গ্যাসের দাম।
সরেজমিনে বরিশাল নগরীতে বিভিন্ন খোলা বাজারে দেখা গেছে ৮৯০ থেকে ৯০০ টাকার গ্যাস হঠাৎ করেই ১ হাজার থেকে শুরু করে ১ হাজার ২ শত টাকা দামে বিক্রি হচ্ছে।
নগরীর রূপাতলীর বাসিন্দা মেহেদী হাসান জানান, দোকানে গ্যাস কিনতে গিয়ে হঠাৎ করেই শুনি কোম্পানি ভেদে ২০০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। লকডাউনে এসব পণ্যের সরবরাহ তো কমেনি তবে এত দাম বৃদ্ধির রহস্য কি! প্রশ্ন তার।
জানা গেছে, বেসরকারি পর্যায়ে এলপিজির দাম প্রতিকেজি ৭৪ টাকা ২৪ পয়সা ধরে ১২ কেজি সিলিন্ডারের দাম মূসকসহ ৮৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা জুন মাসে ছিল ৮৪২ টাকা। এ হিসেবে ৪৯ টাকা দাম বেড়েছে। কিন্তুখুচরা বাজারে সিলিন্ডার প্রতি অতিরিক্ত দাম বাড়ানো হয়েছে ১০০ থেকে ২৫০ টাকা।
রূপাতলীর এলপি গ্যাস বিক্রেতা মধুসূদন জানান, বাজারে গ্যাসের সরবরাহ কমে গেছে। লকডাউনে ডিলার থেকেই নতুন করে গ্যাস দিচ্ছে না। তাই স্টকে যা আছে কিছুটা বেশিদামে বিক্রি করছি। বিইআরসি জানিয়েছে, নতুন দামে এলপিজির সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৪০৮ টাকা, সাড়ে ১২ কেজি ৯২৮ টাকা, ১৫ কেজি ১১১৪ টাকা, ১৬ কেজি ১১৮৮ টাকা, ১৮ কেজি ১৩৩৭ টাকা, ২০ কেজি ১৪৮৫ টাকা, ২২ কেজি ১৬৩৩ টাকা, ২৫ কেজি ১৮৫৬ টাকা, ৩০ কেজি ২২২৮ টাকা, ৩৩ কেজি ২৪৫১ টাকা, ৩৫ কেজি ২৫৯৯ টাকা এবং ৪৫ কেজি ৩৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ৫৯১ টাকা থাকবে। যেহেতু এই দামের সঙ্গে সৌদি সিপির কোনও সম্পর্ক নেই। যা কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এদিকে তিন মাস পার হলেও লাইসেন্স পাওয়া ২৮টি এলপিজি কোম্পানির মধ্যে মাত্র ১০টি কোম্পানি তাদের পরিবেশকদের তালিকা কমিশনের কাছে জমা দিয়েছে। খুচরা বিতরণকারীদের তালিকা কমিশনের হাতে আসেনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক