সারাবাংলা

ফেনীতে ট্রেনের ধাক্কায় তিন যাত্রী নিহত, আহত ১৫

By admin

October 11, 2020

 

ফেনী সদর উপজেলার ফতেপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক।

 

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। তাদের বেশিরভাগই জরুরি বিভাগে আছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও কয়েকজনকে ঢাকা এবং চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হয়েছে।

 

স্থানীয়রা জানান, প্রচণ্ড শব্দে হঠাৎ ঘুম ভাঙে। এরপর কাভার্ডভ্যানটি উল্টে থাকতে দেখা গেছে। এ ঘটনায় ড্রাইভারের কোনো গাফিলতি আছে কি-না, তা জানা যায়নি।

 

ঘটনাস্থলে পুলিশের এক কর্মকর্তা বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে এসেছি। এরপর কন্ট্রোল রুমে অবহিত করি। অন্তত ১০ থেকে ১২ জনকে মুমুর্ষূ অবস্থায় হাসপাতালে পাঠিয়েছি। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক মনে হয়েছে।