বছরের সেরা ফুটবলারের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় সংস্থা ফিফা। তিনজনের তালিকায় এবার শির্ষে আছেন লিওনেল মেসি।
আজ (শুক্রবার) ঘোষিত এই তালিকায় আরও নাম আছে ক্রিস্টিয়ানো রোনালদো ও বায়ার্ন মিউনিখের খেলোয়ার রবার্ট লিওনডস্কি। চলতি মাসের ১৭ ডিসেম্বর এই তিন জনের থেকে যেকোনো একজনের নাম ঘোষিত হবে সেরা ফুটবলার হিসাবে।
এর আগে গত নভেম্বরের ২৫ তারিখ ১১ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা। সেখান থেকে কাট-ছাট করে বাদ দেয়া হয় হয় নেইমার, এমবাপ্পে, মোহাম্মদ সালাহ, থিয়াগো আল্কানতারা, কেভিন ডি ব্রুইন, ভ্যান ডিক ও সাদিও মানের নাম। রাখা হয় ৩ জনকে।
৩ জনের সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো ছাড়াও যিনি আছেন সেই লিউন্ডস্কিও সেরা হওয়ার দৌড়ে শক্ত অবস্থানে আছেন। ৪৭ ম্যাচ খেলে ৫৫টি গোল করে নিজের ক্লাবকে চ্যাম্পিয়নস লীগ ও বুন্দেস লীগের মত বড় শিরোপা তিনিই জিতিয়েছেন।