বৃহষ্পতিবার রাত ১১টার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড পাঞ্জুপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে দরজা ভেঙে ওই নববধূর ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়
পটুয়াখারীল কুয়াকাটায় বদ্ধ ঘর থেকে সাথী আক্তার নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাত ১১টার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড পাঞ্জুপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে দরজা ভেঙে ওই নববধূর ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়।
এর আগে রাত ৮টার দিকে ওই বাসার জানালা দিয়ে সাথীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এ ঘটনায় গৃহবধূর স্বামী জাহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদরে জন্য আটক করেছে পুলিশ।
মৃত সাথী আক্তার উপজেলার ধানখালী ইউপির হারুন সরদারের মেয়ে।
মৃতের বাবা জানান, প্রায় দুই মাস আগে সাথী তার পরিবারের কাউকে না জানিয়ে পটুয়াখালীর জাহিদুলকে গোপনে বিয়ে করে। বিয়ের পর থেকেই জাহিদুল তাকে বিনা কারণে অত্যাচার করতো। মারা যাওয়ার আগে সাথী তার ডায়েরিতে স্বামীর অত্যাচারের কথা লিখে গেছে। এ ঘটনায় মামলা করা হবে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।