খেলাধুলা

ফরচুন বরিশালের হয়ে খেলবেন মিরাজ-রিয়াদ-বিজয়

By admin

September 08, 2023

 

২০২৪ সালের জানুয়ারিতে গড়াবে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। নতুন মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যেই দল সাজানোর কাজে লেগেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ফরচুন বরিশালও এর বাইরে নয়, বেশকিছু তারকা ক্রিকেটারকে দলে ভেড়ানোর পর এবার সবশেষ আসরের তিন ক্রিকেটারকে ধরে রাখল দলটি।

 

 

নতুন মৌসুমকে সামনে রেখে তামিম ইকবালকে আইকন হিসেবে দলে নিয়েছে ফরচুন বরিশাল। এরপর পাকিস্তানের তারকা ওপেনার ফখর জামান ও আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরানকে সরাসরি চুক্তিতে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

 

 

আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে নিশ্চিত করে আগের আসরের তিন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়কে আবারও দেখা যাবে বরিশালে।

 

 

আসন্ন বিপিএলকে সামনে রেখে বেশকিছু চমক দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। রংপুর রাইডার্স সাকিব আল হাসানের পাশাপাশি বাবর আজম, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও নিকোলাস পুরানকে দলে নিয়ে চমক দেখিয়েছে ইতোমধ্যেই। এছাড়াও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে দেখা যাবে ইফতেখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকা ক্রিকেটারদের।