খেলাধুলা

ফরচুন বরিশালের নতুন কোচ হোয়াটমোর

By admin

September 20, 2023

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ ডেভ হোয়াটমোরকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ফরচুন বরিশাল। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি।

 

 

ফেসবুকে বরিশাল ফ্র্যাঞ্চাইজি লিখে, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, “ডেভেনেল ফ্রেডেরিক হোয়াটমোর” স্যার আসন্ন বিপিএল ২০২৪ এ ফরচুন বরিশালের কোচ হিসেবে থাকবেন। স্বাগতম, বস।

 

 

 

হোয়াটমোর ২০০৩-২০০৭ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পাকিস্তান, শ্রীলংকা, জিম্বাবুয়ে, নেপাল ও সিঙ্গাপুর ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন।