শিরোনাম

প্রধানমন্ত্রী কৃষক ও কৃষির উন্নয়নে কাজ করছেন: এমপি হেলাল

By admin

September 23, 2023

 

 

আল আমিন মিলন, আত্রাই প্রতিনিধি: মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কৃষকের ভাগ্য উন্নয়ন ও কৃষির আধুনিকায়নে নিরলসভাবে কাজ করছেন। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর কোন কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয়নি উল্লেখ করে বর্তমান সরকারের ধারাবাহিকতা রক্ষায় সকলকে নৌকা মার্কার পকাতা তলে একতা বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সেইসাথে আগামী বছরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত করে সারা দেশের ন্যায় এ অঞ্চলের উন্নয়ন কর্মকান্ড চলমান রাখার অনুরোধ জানান।

 

 

 

শনিবার দুপুর ১২টায় মোল্লা আজাদ সরকারি কলেজ প্রাঙ্গনে উপজেলা কৃষক লীগ ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন হেলাল এমপি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আজিজ মন্ডলের সভাপতিত্বে কাউন্সিলের উদ্বোধন করেন নওগাঁ জেলা কৃষক লীগ আহবায়ক আব্দুল ওয়াহাব আলী। উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক জহুরুল ইসলাম সরদারের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন নওগাঁ জেলা কৃষক লীগ যুগ্ন আহবায়ক খোরশেদ আলম।

 

 

অন্যদের মধ্যে উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী প্রামানিক, সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

 

দ্বিতীয় অধিবেশনে জহুরুল ইসলাম সরদারকে সভাপতি এবং আক্তার হোসেনকে সাধারন সম্পাদক নির্বাচিত করে তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।