আন্তর্জাতিক

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে চারজনের মৃত্যু

By admin

October 27, 2020

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় প্রতিমা বিসর্জনের সময় নৌকা উল্টে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

 

সোমবার (২৬ অক্টোবর) রাতে কলকাতা থেকে আনুমানিক ২৫০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে ডুবুরি দল।

 

স্থানীয় ডুমনিদহ বিলে প্রায় কয়েক শ’ প্রতিমা বিসর্জন চলছিল। এ সময় প্রতিমা বহনকারী দুইটি নৌকার মধ্যে সংঘর্ষ ঘটে। এতে দুটি নৌকাই উল্টে যায়। এ সময়ে প্রতিমাও পড়ে যায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতরা সবাই প্রতিমার কাঠামোর নিচে চাপা পড়ে মারা গেছেন।