প্রতিবন্ধী মেয়েকে গলা কেটে হত্যা, মা আটক

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৩

প্রতিবন্ধী মেয়েকে গলা কেটে হত্যা, মা আটক
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক ::  সুনামগঞ্জে পৌর শহরের হাজীপাড়া এলাকায় প্রতিবন্ধী মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় শহরের হাজীপাড়া আবাসিক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, সকালে মা মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে—এমন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ২১ বছরের এই মেয়েটি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ছিল। করোনায় মেয়েটির বাবা মারা যাওয়ায় মা এই প্রতিবন্ধী মেয়েকে দেখভাল করতেন। হয়তো প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘ দিন ধরে কষ্ট করছিলেন তিনি।

 

 

তাই মানসিক কষ্ট থেকেই তিনি এমনটি ঘটাতে পারেন। মা আছিয়া বেগমকে (৫৫) আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ