প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ
নিউজটি শেয়ার করুন

ভারতের সাবেক বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আজ (বুধবার) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হচ্ছে।

 

গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, আগামীকাল (বুধবার) বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

 

এছাড়াও, প্রণব মুখার্জির জন্য বুধবার সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

 

মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অপসারণে অস্ত্রোপচার এবং পরে করোনাভাইরাস সংক্রমণে সোমবার রাতে মারা যান প্রবীণ এই রাজনীতিক। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর।

 

মঙ্গলবার স্থানীয় সময় আড়াইটার দিকে দিল্লির লোদি রোডের শ্মশানে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ