পটুয়াখালী

প্রচারণায় গিয়ে শিশু যৌন নিপীড়ন, পটুয়াখালীতে আ.লীগ নেতা গ্রেফতার

By admin

March 12, 2023

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণায় গিয়ে এক শিশুকে (১০) যৌন নিপীড়নের অভিযোগে দেলোয়ার হোসেন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

শনিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের বরকতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানায় অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। পরে রাতেই পুলিশ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে।

 

 

রোববার (১২ মার্চ) তাকে আদালতে পাঠানো হবে।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার দেলোয়ার ডালবুগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন।

 

 

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আবুল খায়ের জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা চালাতে বরকতিয়া গ্রামে যান ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজন কর্মী। এসময় প্রচারণার ফাঁকে কর্মীরা একটি ঘরে চা খেতে বসেন। এ সুযোগে দেলোয়ার ওই শিশুর ঘরে গিয়ে তাকে একা পেয়ে যৌন নিপীড়ন করেন। পরে শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তিনি পালিয়ে যান।

 

 

ঘটনার পরপরই ওই শিশুর মা থানায় অভিযোগ দেন। পরে বাবলাতলা বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।