খেলাধুলা

পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

By admin

November 18, 2020

 

বুধবার সকালে (বাংলাদেশ সময়) লাতিন আমেরিকার অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে পেরুকে ২-০ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০৪ সালের পর পেরুর মাটিতে আর্জেন্টিনার এটি প্রথম জয়।

 

সাবলীল জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। টানা চার জয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল, ১২ পয়েন্ট। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট আর্জেন্টিনার, অবস্থান দ্বিতীয়।

 

পেরুর মাঠে ১৭ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। গোলটি করেন নিকোলাস গঞ্জালেজ। লো সেলসোর দারুণ পাসে নিখুঁত শট গঞ্জালেজের। ২৮ মিনিটেই দ্বিতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা। এবার গোলদাতা মার্টিনেজ। পারেদেসের দারুণ পাসে ফিনিশিং দেন মার্টিনেজ। স্কোর বেড়ে দাঁড়ায় ২-০-এ। ২০১৯ সালের অক্টোবরের পর কোনো ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল করল আর্জেন্টিনা।