অন্যান্য

পুরুষের চেয়ে নারীর রক্তই বেশি প্রিয় মশাদের: গবেষণা

By admin

December 25, 2020

 

মশার কামড় খায়নি এমন মানুষ আছে বলে মনে হয় না। সবাইকেই এই জ্বালাতন সহ্য করতে হয়েছে। জানা আছে, পুরুষ মশা মানুষকে কামড়ায় না। তাদের খাদ্য উদ্ভিদের রস। কিন্তু স্ত্রী মশার চাই রক্ত। কিন্তু এবার জানা গেল, পুরুষের তুলনায় নারীদের রক্তই বেশি পছন্দ এই স্ত্রী মশাদের।

 

পতঙ্গবিদরা গবেষণা করে দেখেছেন, অ্যানোফিলিসসহ অন্যান্য সকল স্ত্রী মশারা নারী রক্তের প্রতি বেশি আকর্ষিত হয়। কারণ মেয়েদের ঘামের সঙ্গে বেশ কিছু প্রকারের অ্যামিনো অ্যাসিড বেশি পরিমাণে নিসৃত হয়। এই অ্যামিনো অ্যাসিডগুলির আধিক্যই নারী শরীরের প্রতি টেনে আনে মশাদের।

 

এছাড়াও মেয়েদের শরীরে উপস্থিত এক বিশেষ ধরনের হরমোন ঘামের সঙ্গে নির্গত হয় যা মশককুলকে আকর্ষণ করে। ফলে মশার বেশি কামড় খায় মেয়েরা। মশাদের নারীদের প্রতি আসক্তির এই তথ্য সত্যিই অদ্ভুত।