পিরোজপুর

পিরোজপুর জেলা আ.লীগের সভাপতি আউয়াল, সম্পাদক হাকিম

By admin

November 27, 2022

 

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: পিরোজপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে এ কে এম এ আউয়ালকে সভাপতি ও এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে এ ঘোষনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। এর আগে বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম সাবেক কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।

 

 

এর আগে রবিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

 

 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি, বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।