ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২২
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল-মামুন (২২) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১টার দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কের শৈলদাহ নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল-মামুন নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন খান।
জানা গেছে, দুপুর ১টার দিকে মামুন তাঁর নিজের মোটরসাইকেলে করে টুঙ্গিপাড়া থেকে নাজিরপুরের দিকে আসছিলেন। এ সময় পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘ওয়েলকাম এক্সপ্রেস’ নামে একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জিনাত তাসনীম জানান, তাঁর মাথায় গুরুতর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এতে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নাজিরপুর থানার কর্মকর্তা কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার স্থানটি এখনো শনাক্ত হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক