ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ পিরোজপুরের নাজিরপুরে স্ত্রী আনজিলা বেগমকে তালাক দিয়ে ক্ষোভে স্বামী মো. মহাসিন মল্লিক (৪৫) আত্মহত্যা করেছেন। নিহত মহাসিন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের জায়নাল মল্লিকের ছেলে। তিনি পেশায় কৃষক। রোববার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবার, স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, মহাসিনের সঙ্গে তার স্ত্রী আনজিলা বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শনিবার রাতে রেগে গিয়ে মৌখিকভাবে স্ত্রীকে তালাক দেন মহাসিন। পরে তিনি এই ক্ষোভে নিজ বাড়ির সামনের জাম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজ করতে গিয়ে ওই গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, রোববার সকালে নিজ বাড়ির সামনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মহাসিনকে দেখে পুলিশকে খবর দেন পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক