পিরোজপুর

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

By admin

September 29, 2020

 

পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলার মধ্য নামাজপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম নামের এক বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত মো : জাহিদুল ইসলাম (৩২) সদর উপজেলার মধ্য নামাজপুর এলাকার মো: মোস্তফা আকনের পুত্র।

পিরোজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন জানান, বৈদ্যুতিক মিস্ত্রি জাহিদুল রাত ৯ টার দিকে মধ্য নামাজপুর এলাকার সোহেল নামের এক ব্যক্তির বাড়ির বৈদ্যুতিক সংযোগের লাইনে সমস্যা মেরামতের জন্য বৈদ্যুতিক খুটিতে ওঠে।

 

সেখানে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

 

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।

 

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।