পিরোজপুর

পিরোজপুরে প্রথম নারী ব্যারিস্টার সাদিয়া

By admin

August 02, 2022

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রথম নারী ব্যারিস্টার সাদিয়া করিম স্নিগ্ধা। লন্ডনের (সিটি ইউনিভার্সিটি) লিঙ্কন্স ইন্স থেকে ব্যারিস্টারি পাস করেছেন তিনি।

 

 

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের সাদিয়া করিম স্নিগ্ধা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও কবি পারভীন রেজা দম্পতির একমাত্র মেয়ে।

 

জানা গেছে, সাদিয়ার জন্ম ১৯৯৬ সালের ১৯ আগস্ট। তিনি মতিঝিল আইডিয়াল স্কুল থেকে ২০১২ সালে এসএসসি ও ২০১৪ সালে হলিক্রস স্কুল থেকে এইচএসসি পাস করেছেন। ২০১৬ সালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘ডিপ্লোমা ইন ল’ এবং ২০১৭ সালে লন্ডন পিয়ারসন কলেজ থেকে হায়ার ন্যাশনাল সার্টিফিকেট (এইচএ সি) ইন ল’ অর্জন করেন।

 

 

এদিকে সাদিয়া ২০১৯ সালে লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) এবং ২০২১ সালে বিপিপি ইউনিভার্সিটি থেকে এলএলএম এবং ২০২২ সালে (সিটি ইউনিভার্সিটি) লিঙ্কন্স ইন থেকে ‘ব্যারিস্টার এট ল’ অর্জন করেন।

 

 

এ বিষয়ে প্রানিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, আমি নিজে আইন পেশার মানুষ। দুটি সন্তানও আইন পেশার সঙ্গে যুক্ত হয়েছে। তাদের সাফল্যে আমি গর্বিত।