ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় বশির মুন্সী (৩৮) নামের মানসিক প্রতিবন্ধী এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার তুষখালী ইউনিয়নের শাঁখারীকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়েছে।
পুলিশের ধারণা, জমি জমা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যার উদ্দেশ্যে গলা কাটা হয়েছে।
আহত ওই যুবক ওই গ্রামের মৃত সালাম মুন্সির পুত্র। তিনি ওই গ্রামের একটি বাড়িতে একা একা বসবাস করতেন।
মঠবাড়িয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। ওই রাতে বাড়ির পাশে থাকা চাচাতো ভাই জামালের স্ত্রী তার চিৎকারের শব্দ পেয়ে ঘরে গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পান।
তিনি জানান, তার গলার এক তৃতীয়াংশ কাটা হয়েছে। এ ব্যাপারে এখনো কোন মামলা দায়ের হয়নি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক