পিরোজপুর

পিরোজপুরে পরিবারের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

By admin

September 25, 2021

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অভিমানে ফারজানা আক্তার (১৫) নামের এক অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে উপজেলার হেতালিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

 

মৃত ফারজানা হেতালিয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটি সকালে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিজেদের ফাঁকা বাড়িতে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

 

পরে পরিবারের সদস্যরা বাড়িতে এসে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের সঙ্গে অভিমানের সূত্র ধরেই আত্মহত্যার ঘটনা হতে পারে।

 

ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক আশিকুল জানান, ঘটনাটি দুঃখজনক। পুলিশ মেয়েটির মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।