পিরোজপুর

পিরোজপুরে নদীতে পড়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা নিখোঁজ

By admin

September 02, 2022

 

পিরোজপুরে ফেরির পন্টুন থেকে কঁচা নদীতে পড়ে গিয়ে আবদুল্লাহ বিন কাফী (৪২) নামের এক শুল্ক গোয়েন্দা কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।

 

 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাটের কুমিরমারা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

 

 

আবদুল্লাহ বিন কাফী ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে। তিনি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সাতক্ষীরার সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন।

 

 

থানা–পুলিশ ও কাফীর গাড়িচালক মো. ইব্রাহিম জানান, বৃহস্পতিবার বিকেলে আবদুল্লাহ বিন কাফী সাতক্ষীরা থেকে ব্যক্তিগত গাড়িতে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দেওলা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া ফেরিতে ব্যক্তিগত গাড়িটি ওঠার পর চালক ইব্রাহিম টয়লেটে যান।

 

 

এ সময় আবদুল্লাহ বিন কাফী গাড়ি থেকে নেমে ফেরির পন্টুনে যান। এরপর মোবাইলে কথা বলতে বলতে পন্টুনের কিনারায় গিয়ে তিনি কঁচা নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করছেন।

 

 

উদ্ধারকাজে অংশ নেওয়া পিরোজপুর ফায়ার সার্ভিসের দলনেতা রফিকুল ইসলাম রাত সাড়ে ১০টায় বলেন, তাঁরা উদ্ধারকাজ শেষ করেছেন। তবে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরির জন্য যোগাযোগ করা হয়েছে। ডুবুরি দল আসার পর উদ্ধারকাজ পুরোদমে শুরু করা হবে।

 

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, নিখোঁজ কর্মকর্তাকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।