পিরোজপুর

পিরোজপুরে তরুনীকে গণধর্ষনের অভিযোগে গ্রেফতার ৩

By admin

February 10, 2022

 

পিরোজপুরের নাজিরপুরে এক তরুনীকে (১৮) গণধর্ষনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

আজ বৃহস্পতিবার বেলা ১২টয় তাদের আটক করা হয়। তারা হলেন- হায়দার গাজীর ছেলে মো. কবির হোসেন গাজী (২৩), বাশার শেখের ছেলে রাব্বি শেখ (১৯) ও শহিদুল গাজীর ছেলে হৃদয় গাজী (১৬)।

 

উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্থানীয় ৩ জনকে গ্রেফতার করেছেন।

 

ধর্ষনের স্বীকার ওই তরুনী জানান, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে তার পিতা বাড়ির পাশের একটি বাড়িতে বিয়ে খেতে যান। এসময় তিনি (তরুনী) বাড়িতে একা থাকার সুযোগে ধর্ষকরা কৌশলে তাদের ঘরের দরজা খুলে ঘরে ডুকে। এসময় তার মুখ চেপে ধরে হত্যা করার ভয় দেখিয়ে প্রথমে করিব শেখ পরে রাব্বী গাজী ও হৃদয় গাজী তাকে পালাক্রমে ধর্ষন করে।

 

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহিদুল ইসলাম ওই ধর্ষনের ঘটনার অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, ধর্ষিতা ওই তরুনী বাদী হয়ে সকাল সাড়ে ১১টার দিকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ২ তরুন ও এক যুবক সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী ওই তরুনীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে।