ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২২
পিরোজপুরের নাজিরপুরে চারটি তক্ষক পাচারকালে উত্তম হালদার (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১০ এপ্রিল) সন্ধ্যার পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উত্তম হালদার উপজেলার মাটিভাংগা ইউনিয়নের উত্তর হুগরা বুনিয়া গ্রামের নিরেন হালদারের পুত্র।
র্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে চারটি তক্ষক পাচারকালে উত্তমকে আটক করা হয়। জব্দকৃত চারটি তক্ষকের মূল্য প্রায় দুই কোটি টাকা।
উত্তম হালদার দীর্ঘদিন ধরে তক্ষক কারবারে জড়িত। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক