পিরোজপুর

পিরোজপুরে ছেলের হাতে খুন হলো বাবা!

By admin

August 26, 2021

 

পিরোজপুরের নেছারাবাদে (স্বরুপকাঠি) ছেলের কোদালের আঘাতে জয়নাল আবেদিন (৭৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার মাহমুদকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, বেলা দেড়টার দিকে গোসল করতে যাওয়ার সময় ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করেন আব্দুর রাজ্জাক (৪৫)। স্থানীয়রা গুরুতর আহত জয়নাল আবেদিনকে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, ঘটনার পর থেকে আব্দুর রাজ্জাক পলাতক। স্বজনেরা আব্দুর রাজ্জাক মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন।’