ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২১
পিরোজপুরের নাজিরপুরে গাঁজাসহ মো. বদিউজ্জামান খান রাব্বি (২৪) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার তাকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুরের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাব্বি উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ড সংলগ্ন মো. ইমাম হোসেন খানের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও এর আগের কমিটির উপ-ক্রীড়া সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে জমিদখল বাণিজ্যসহ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আল-আমীন খান গ্রেফতারকৃত বদিউজ্জামান খান রাব্বি উপজেলা ছাত্রলীগের সদস্য বলে নিশ্চিত করেছেন।
নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, ওই দিন দুপুরের দিকে বদিউজ্জামান খান উপজেলার জয়পুরের কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় মাদক বেঁচা-কেনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে কিছু গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ২০১৭ সালে বদিউজ্জামান খান ইয়াবাসহ পিরোজপুর ডিবি পুলিশের হাতে আটক হন। তিনি একজন নিয়মিত মাদক কারবারি বলে জানা গেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক