পিরোজপুর

পিরোজপুরে ক্রিষ্টাল মেথ আইচসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

By admin

April 06, 2022

 

পিরোজপুরের পৌরসভা এলাকায় ক্রিষ্টাল আইচসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। বুধবার (৬ এপ্রিল) ভোর রাতে পৌরসভার শিকারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার পশ্চিম শিকারপুর এলাকার মো. মোশারেফ হোসেনের ছেলে ফয়সাল মোর্শেদ সজিব (৩০), সদর উপজেলার ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হান্নান ফকিরের ছেলে লালন ফকির (২৬), পৌরসভার চালনা নামাজপুর এলাকার মৃত আবুল বাশার শেখের ছেলে রিপন শেখ।

 

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি অভিযানিক দল বুধবার ভোর রাতে পৌরসভার শিকারপুর এলাকায় অভিযান চালায়। এসময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১.০৫ গ্রাম ক্রিষ্টাল আইচ পাওয়া যায়। তাদের সাথে থাকা একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

 

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ প্রকৃয়াধীন।