পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ মাছিমপুরের শিমুলবাগ এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ জামাল হাওলাদার (৩৮) নামে এক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (০৮ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। জামাল একই উপজেলার হরিণা গাজীপুর গ্রামের মৃত খলিল হাওলাদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জসিম জানান, দুপুরে শিমুলবাগ এলাকা থেকে জামালকে আটক করা হয়। এ ঘটনায় জামালের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।